৩০/১২/২০২৪ খ্রি. তে বাগআঁচড়া বাজারে (মাছ বাজার সংলগ্ন) মোবাইল কোর্ট চলাকালে বেলা ২:১০ ঘটিকায় নিন্মোক্ত দুটি জাল/সুতা বিক্রয়ের দোকানে মৎস্যসম্পদ বিনষ্টকারী নিষিদ্ধ কারেন্ট জাল পাওয়া গিয়েছে।
১) সিফাত এন্ড সিথি স্টোর, প্রোঃ সুমন (৩২), পিতাঃ কিসমত আলী; বাগআঁচড়া, শার্শা, যশোর।
২) ভাই ভাই স্টোর, প্রোঃ মোঃ মাকরুল হাসান মুকুল (৪০), পিতাঃ মৃত কোরবান সরদার; বাগআঁচড়া, শার্শা, যশোর।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী কারেন্ট জাল তৈরী, বিক্রয়, ব্যবহার নিষিদ্ধ এবং তা বিক্রয়ের জন্য দোকানে সংরক্ষণ করে প্রতিষ্ঠানদ্বয় আইনের ব্যত্যয় করেছেন বলে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় উপস্থিত মোবাইল কোর্ট দোকান হতে জাল জব্দ করেন এবং প্রতিষ্ঠানদুটিকে ৫ হাজার ও ৩ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস