Wellcome to National Portal

মৎস্য আইন মেনে চলুন, মাছের উৎপাদন বৃদ্ধি করুন। চায়না দুয়ারী/ ম্যাজিক জাল ও কারেন্ট জালকে না বলুন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত  দেশের সর্বত্র জাটকা ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, বিনিময় ও ক্রয় বিক্রয় এবং অবৈধ জালের ব্যবহার দন্ডনীয় অপরাধ


ছবি
শিরোনাম
সেবাসমূহ Hatchart
বিস্তারিত

 মাছ বাজারে উপজেলা প্রশাসন  ও মৎস্য দপ্তর কর্তৃক ফরমালিন বিরোধী এবং মৎস্য সংরক্ষণ আইন ও মান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য ফরমালিন পরীক্ষা ও অভিযান পরিচালনা করা হয়।বাজারের মাছে ফরমালিন পাওয়া যায় নাই এবং মৎস্য আইন পরিপন্থি কোন কর্মকান্ড পরিলক্ষিত হয় নাই।